admin2 ১০ মে ২০২২ , ১২:৩৩:০৪ 79
কুষ্টিয়ায় নদীতে নেমে নিখোঁজের একদিন পর মনিকার মরদেহ উদ্ধার করা হয়েছে
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়ার গ্রামের মোঃ মাহাবুল প্রামানিকের মেয়ে মনিকা গতকাল রোববার দুপুরে নদীতে ডুবে নিখোঁজ হয়।
পরে তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে খবর দেয়া হয় ডুবুরি টিমকে। খুলনা ডুবুরি টিম এসে আজ উদ্ধার কাজ শুরু করেন এবং তার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানার ওসি তদন্ত মোঃ মোস্তফা হাবিবুল্লাহ এর নিকট লাশ হস্তান্তর করেন।
খুলনা ডুবুরি দলের সাথে ভেড়ামারা ফায়ার স্টেশনের সাব-অফিসার আজিজুল হকসহ অন্যান্য ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধারে অংশ নেন।