admin2 ১১ মে ২০২২ , ১২:০১:৪৪ 512
ভেড়ামারায় ক্লু-লেস তীরা হত্যাকান্ডের রহস্য উদঘাটন। হত্যাকান্ডের সাথে জড়িত শামীম নামের ১ জনকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ওলি ইসলাম।
ভেড়ামারার ধরমপুরে সম্প্রতি সংগঠিত হওয়া ক্লু-লেস তীরা হত্যাকান্ডে জড়িত শামীম(৩৩) নামের একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শামীম উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী মন্ডলপাড়া এলাকার শাহারুল ইসলামের পূত্র।
জানা যায়, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম’র নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত’র সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স সমন্বয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল মঙ্গলবার গভীর রাতে জুনিয়াদহ এলাকা থেকে শামীম কে গ্রেফতার করা হয়। পুলিশের নিকট প্রথমিক জিজ্ঞাসাবাদে তীরা হত্যাকান্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই শামীম।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানিয়েছেন, তীরা হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে শামীম কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে নিহত তীরা’র ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে অধিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া খাঁনপাড়ায় সেকেন্দারের স্ত্রী তাসলিমা খানম তীরা কে গত ১৫ ই এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতেই তাকে হত্যা করা হয়। এরপর থেকেই এই হত্যাতান্ডের ক্লু উদঘাটনে মাঠে নামে পুলিশ।