admin2 ১২ মে ২০২২ , ১০:০৫:৪৮ 690
হৃদয় রায়হান
কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের যুব জোট নেতা মাহাবুব খান সালাম (৪০) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আল্লারদর্গা মাস্টারপাড়া গ্রামে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুব খান সালাম উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওইদিন রাতে আল্লারদর্গা বাজার মাস্টারপাড়া গ্রামে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী মাহাবুব খান সালামের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে সালামের মৃুত্যু হয়।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী আমদহ গ্রামের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |