অপরাধ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু,স্বামী হাসপাতালে

  admin2 ১৭ মে ২০২২ , ৩:৪৪:২৯ 241

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মেঘনা খাতুন (২২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত সোমবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেঘনা খাতুন কুষ্টিয়ার ইবি থানার ফকিরাবাদ গ্রামের মুহিদুল ইসলামের স্ত্রী।

কিছুদিন মেঘনার বিবাহ জীবন শুরু হয়। সংসার জীবন শুরুর আগেই সড়কে প্রাণ গেলো এই নববধূর। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিষয়ে, মাজিহাট পুলিশ ক্যাম্পের এ এস আই আব্দুল আহাদ জানান, মুহিদুল ইসলাম তার স্ত্রী মেঘনা খাতুনকে সাথে নিয়ে পাশের গ্রাম মালিহাদ শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন।

এসময় বেপরোয়া গতির একটি পিকআপ এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মেঘনা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় মুহিদুলকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানায় তার অবস্থা আশঙ্কাজনক।

আরও খবর:

Sponsered content