admin2 ১৮ মে ২০২২ , ১০:৫০:৫৫ 193
হৃদয় রায়হান
ভেড়ামারা কোচস্ট্যান্ড সংলগ্ন রেললাইনের মধ্যে প্রকাশ্য দিবালোকে রিপন নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় জাসদ নেতা ও চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে আসামি করা এবং উদ্ভুত পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা জাসদের লিখিত বক্তব্য
উপস্থিত সুধী সাংবাদিকবৃন্দ, আচ্ছালামুয়ালাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত ১৬-ই মে সোমবার দুপুরে ভেড়ামারা কোচস্ট্যান্ড সংলগ্ন রেললাইনের মধ্যে রিপন নামের এক যুবককে কুপিয়ে জখম করে।
পরবর্তীতে রক্তাক্ত আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । উল্লেখ্য, দূর্বৃত্তদের হামলায় আহত রিপন চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্যপাড়া এলাকার প্রবাসী নুরুজ্জামানের ছেলে। মূলতঃ পূর্ব রেষারেষি ও বকেয়া পাওনা সংক্রান্ত বিরোধের জেরে রিপনের উপর হামলা সংঘটিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
রিপনের উপর হামলার সংবাদ ছড়িয়ে পড়লে চাঁদগ্রামের স্বার্থান্বেষী চিহ্নিত একদল দূর্বৃত্ত কয়েকটি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে। আব্দুল হামিদ কটা দূর্বৃত্তদের হামলা থেকে নিজের বাড়ি ও পরিবারের সদস্যদের রক্ষায় প্রতিরোধ গড়তে সচেষ্ট হলে ভেড়ামারা থানা পুলিশ কটা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার অজুহাতে তাদের থানায় নিয়ে এসে রিপনের উপর হামলায় জড়িত দেখিয়ে তাদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে আব্দুল হামিদ কটা’র বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পাশাপাশি রেজাউলসহ আরও কয়েকটি বাড়ি-ঘরেও হামলা-ভাংচুর করে ব্যাপক লুটতরাজ করে ঐ চিহ্নিত দূর্বৃত্ত চক্র। তবে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার এই যে, গতকাল মঙ্গলবার দুপুরে রিপনের উপর হামলার ঘটনায় ১২জনকে আসামি করে যে মামলা দায়ের হয়েছে তাতে আসামি হিসেবে চাঁদগ্রাম ইউনিয়নের পরপর ২বার নির্বাচিত চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপন’র নাম সন্নিবেশিত করা হয়েছে।
শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ও জাসদ দমনের হীন অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যই চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮-ই ফেব্রুয়ারি সকালে চাঁদগ্রামেসিদ্দিক মন্ডল নামের একজন নিহত হয়। মূলতঃ অর্ধশতাব্দির বেশি সময় ধরে বিদ্যমান গোষ্ঠীগত দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারের নিয়ন্ত্রণের জের ধরে প্রতিপক্ষের হামলায় সিদ্দিক মন্ডল হত্যাকান্ড সংঘটিত হলেও অসৎ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ ও জাসদ দমন নীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটিয়ে সিদ্দিক মন্ডল হত্যা মামলায় চাঁদগ্রাম ইউপির জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন ও তাঁর সহোদর কেন্দ্রীয় জাসদের সুযোগ্য সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপনকে আসামি করা হয়।
ঐ মামলা দায়েরের পর থেকে অদ্যাবধি চাঁদগ্রামের ৮০টিরও অধিক বাড়ি-ঘরে বর্বরোচিত হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হচ্ছে। বিভীষিকাময় পরিস্থিতি ও জনমনে বিরাজমান আতংকের রেশ কাটার আগেই চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন’র বিরুদ্ধে আরেকটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরে ভেড়ামারা উপজেলা জাসদ তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে ঐ মামলা থেকে চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে নিঃশর্তভাবে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছে।
পাশাপাশি চাঁদগ্রামের চলমান হামলা, ভাংচুর ও বেপরোয়া লুটপাটের মাধ্যমে জনজীবনে আতংক সৃষ্টিকারী চিহ্নিত দূর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
তাং ১৮/০৫/২০২২
বিনীত
এসএম আনছার আলী
সাধারণ সম্পাদক,
ভেড়ামারা উপজেলা জাসদ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |