admin2 ১৮ মে ২০২২ , ৩:০৩:২২ 230
কুষ্টিয়া প্রতিনিধি
শর্তানুযায়ী চিকিৎক, নার্স ও টেকনিশিয়ান না থাকা, নির্ধারিত বেডের থেকে অতিরিক্ত বেড ব্যবহার, নোংরা পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে কুষ্টিয়ার আমিন স্পেশালাইজড হসপিটাল ও সনো হসপিটালকে মোট১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এবং এম.এ. মুহাইমিন আল জিহানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মানুষ জীবন বাঁচাতে এসব ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। কিন্তু নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯, ৫২ ও ৫৩ ধারা ভঙ্গ করায় এসবগুলো ক্লিনিক ডায়াগনষ্টিকগুলো তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নিজেদের মতো করে ব্যবসা করছে।
এসব ক্লিনিকে পাওয়া অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি সম্পূর্ণ ভোক্তা অধিকার পরিপন্থী হওয়ায় তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে আমিন স্পেশালাইজড হসপিটালকে ৭হাজার ও সনো হসপিটালকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে মুনাফা অর্জনে ব্যস্ত ছিল বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারিক।
এ সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিুমজ্জামান সহ র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।