admin2 ১৯ মে ২০২২ , ১১:১৭:১৪ 205
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর পাড় থেকে জীবন (১৫) নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর এলাকার একটি পুকুর পাড় থেকে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হত্যার পর কে বা কারা তার মরদেহ ওই স্থানে ফেলে রেখে গেছে।
নিহত জীবন আইলচারা ইউনিয়নের দহকুলা এলাকার শুকুর আলীর ছেলে। গত বছর সে দহকুলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল। পরিবারিক সূত্রে জানা যায়, জীবন (১৮ মে)
বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার স্থানীয়দের মুখে খবর পেয়ে পার্শ্ববতী নাজিরপুর এলাকার একটি পুকুর পাড় থেকে জীবনের মৃতদেহ শনাক্ত করে তার স্বজনরা। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের ।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম জানান,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মৃতদেহ ওই এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। সেখানে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা ছিল। ঘটনাস্থল থেকে নেশাদ্রব্যের আলামতও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জীবনকে হত্যা করে কে বা কারা ওই স্থানে ফেলে রেখে গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।