admin2 ১৯ মে ২০২২ , ৩:০৩:০৬ 89
হৃদয় রায়হান //
কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫ টায় শহরের প্রফেসর পাড়ার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। সে দৌলতপুর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে ও ভেড়ামারা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভেড়ামারা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী লিটন আলী মায়ের সাথে শহরের প্রফেসর পাড়ায় ভাড়া থাকতেন। গত বুধবার দুপুরে লিটন আলীর মা লিপি খাতুন ব্যক্তিগত কাজে বাইরে বের হয়ে যায়।
এসময় লিটনের জন্য গরম ভাত ও মাংশ রান্না করে রেখে যায়। যাওয়ার সময় ছেলে লিটনকে বলে যান খাবার গরম করে খেয়ে নিতে। তখন লিটনের আচরণ স্বাভাবিকই ছিলো বলে জানান তার পরিবার।
লিটনের মা বিকেলে যখন বাড়িতে ফিরে আসে, তখন বাড়ির প্রধান গেটে ভেতর থেকে বন্ধ ছিলো। অনেকবার ফোন দিলেও লিটনের সাড়া পাওয়া যায়নি। পরে মা লিপি খাতুন বাড়ির মালিকসহ আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে দেখে ওড়না পেচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে লিটন ঝুলছে। এসময় ওই ঘরের দরজা খোলাই ছিলো। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে বিভিন্ন বিষয়ে হতাশা ও বিষন্নতার কারণে সে আত্মহত্যা করতে পারে।
কারও প্রতি কোন অভিযোগ নেই মর্মে লিটনের মা লিপি খাতুন পোষ্ট মর্টেম না করতে লিখিত আবেদন করেন। এ প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে ওসি জানান।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |