admin2 ২৩ মে ২০২২ , ৮:০২:৪৪ 292
হৃদয় রায়হান //
ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ-২০২২ অনুষ্ঠিত
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই বাণীর উপর ভিত্তি করে ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজন হয় উপজেলা সমাবেশ-২০২২
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব শাহ্ আহমদ ফজলে রাব্বী, উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ, খুলনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভেড়ামারা, কুষ্টিয়া। জনাব দীনেশ সরকার, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। জনাব মোঃ খায়খুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। জনাব মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক(নিঃ), অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া। জনাব মোছাঃ ফাতেমা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, জনাব সোহেলুর রহমান, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া।
উক্ত সমাবেশে জনাব শাহ্ আহমদ ফজলে রাব্বী উপস্থিত সকল আনসার বাহিনীদের ভালো-মন্দ খোজ-খবর নেন, আনসারদের তাদের দায়িত্বের বিভিন্ন প্রশ্ন করেন। উন্মুক্তভাবে সবাইকে প্রশ্ন করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। আনসার বাহিনী তাদের সম্পৃক্ত থাকা অবস্থায় কি ধরনের সমস্যায় ফেস হয়, তারা কিভাবে সমাধান করবেন বা তাদের কি করনীয় উচিৎ এমন বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ ও তাদের সাথে আলোচনা করে থাকেন।
উপস্থিত মহামান্য বিশেষ অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং তাদের এক সাথে একত্রিত দেখে সবাই সন্তষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার সকল আনসার সদস্যদের জন্য শুভ কামনা করেন এবং তাদের জন্য বলেন, আপনার সুন্দর ও সুশিলভাবে আপনাদের কাজে অগ্রগতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, আপনারা আপনাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন এটাই আপনাদের কাছে আমার কাম্য