অপরাধ

কুষ্টিয়ায় ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  admin2 ২৩ মে ২০২২ , ৩:০০:১৩ 208

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ওই শিক্ষার্থীর নাম আবিদ বিন আজাদ। তিনি ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পুটিয়া উপজেলায় বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার (২৩ মে) বিকেলে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পার্শ্ববর্তী ‘ব্রাদার্স হাউজ’ মেসে রুমের দরজা কেটে আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। শিক্ষার্থীর বাসায় কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এ বিষয়ে পরিবার ও তার বন্ধুরা কিছু বলতে পারেনি। তবে তার রুমমেটের কাছ থেকে জানা গেছে আবিদ তারা বন্ধুদের সাথে সকালে ক্যাম্পাসে গিয়েছিল। বন্ধুরা ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

তবে আবিদের এক পা টেবিলের সাথে লেগে থাকায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আবিদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

আরও খবর:

Sponsered content