admin2 ২৪ মে ২০২২ , ৩:১৩:৩৫ 67
মিরপুর প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে বাস-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ, একজন চালক নিহত হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে বাস ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন (৪২) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন
ভ্যানে থাকা আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন পাখিভ্যানের চালক। তিনি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত পাখিভ্যান চালক লিটন ভ্যানে করে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এমন সময় নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখিভ্যান চালকের মৃত্যু হয়।
এঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক মাসুদ পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় গুরুত্ব আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |