অপরাধ

কুষ্টিয়ায় হত্যা মামলার রায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

  admin2 ৩০ মে ২০২২ , ২:৪৮:০২ 236

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কৃষক সাবু মিয়াকে (২০) হত্যার দায়ে মো.বাপ্পি প্রামাণিক ও আলামিন সর্দ্দার নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার (৩০মে) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাইগাছি গ্রামের আজিম প্রামাণিকের ছেলে
মো.বাপ্পি প্রামাণিক ও একই ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের গোলাপ সর্দ্দারের ছেলে আলামিন সর্দ্দার।
তাদেরকে দন্ডবিধি ১৯৬০ এর ৩০২ ধারা ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয় আদালত। একই সাথে সাজা পরওয়ানা এবং জরিমানা আদায়ের জন্য ফৌজদারি কার্যবিধির ৩৮৬(১)(ক) ধারায় পরওয়ানা ইস্যু করা হয় এবং পূর্বের হাজতবাস থেকে বর্তমান সাজার মেয়াদ বাদ দেওয়ার আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় কারাদন্ড প্রাপ্ত দুই আসামি মো. বাপ্পি প্রামাণিক ও আলামিন সর্দ্দার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদেরকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান।

২০১৫ সালের ১২ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মো.স্বপন মন্ডলের বড় ছেলে সাবু মিয়া জগন্নাথপুর এলাকার নিজ বাড়ি থেকে বাই সাইকেলে করে চাঁপাইগাছি বাজারের উদ্দেশ্যে রওনা হন। এর পর সাবু রাতে বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য স্থানে খোঁজ খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

পরের দিন ১৩ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাইগাছি এলাকার কাদের বিশ্বাসের কলা বাগানের মধ্যে মৃতদেহ পড়ে থাকার খবর শুনে নিহত সাবুর বাবা মো. স্বপন মন্ডল, সাবুর স্ত্রী ও মেয়ে মোছা. শাপলা খাতুন এবং প্রতিবেশিরা গিয়ে সাবুর লাশ শনাক্ত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত সাবু মিয়ার বাবা মো.স্বপন মন্ডল বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামি মো.বাপ্পি প্রামাণিক ও আলামিন সর্দ্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ৩০ মে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

আরও খবর:

Sponsered content