অন্যান্য

দৌলতপুরে প্রশাসনের দৃষ্টি আকর্ষন

  admin2 ৮ জুন ২০২২ , ৬:১৯:২৮ 406

#দৌলতপুর_উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
মোঃ রাফিউল ইসলাম
দৌলতপুর প্রতিনিধি
দেশ সংবাদ ২৪.কম

অপরাধ ও দন্ড

#দৌলতপুর_উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
আপনারা দৌলতপুরের মধ্যে অভিযান চালিয়ে কোথাও অবৈধ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র পেলে সেগুলোকে বন্ধ করুন।

(1) সার্টিফিকেট প্রাপ্ত কোন প্যাথলজিস্ট ব্যতীত রক্ত সঞ্চালন করা যাবে না। যদি কোন ব্যাক্তি বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এরুপ কাজ করে থাকেন তবে তাদের 1 লক্ষ অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করার দাবী জানাচ্ছি ।

(2)লাইসেন্স ব্যতীত বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার দণ্ড১৮৷ (১) এই আইনের অধীন লাইসেন্স গ্রহণ ব্যতীত কোন ব্যক্তি কোন বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনা করিতে পারিবেন না৷
(৩) মেডিকেল ব্যাতীত কোন ডাঃ দোকানে ব্লাড দেওয়া বা নেওয়া বন্ধ করার দাবী জানাচ্ছি।
(৪) কোন স্বেচ্ছাসেবক এর ব্লাড নিয়ে যেন কেউ ব্যবসা না করে, এর জন্য প্রসাশনের কাছে দাবী জানাচ্ছি এটার ব্যবস্থা নিয়ে স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছায় ব্লাড প্রদান করার সুযোগ দেওয়া হোক।

বিঃদ্রঃকোন স্বেচ্ছাসেবী সংগঠন সরাসরি রক্ত পরিসঞ্চালন কাজে যুক্ত থাকতে পারবেনা।
এটিও দন্ডনীয় অপরাধ ।

আরও খবর:

Sponsered content