admin2 ১০ জুন ২০২২ , ৪:৩৮:৩৮ 304
দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সোনা বানু (৪৫) নামের এক গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
নিহত সোনা বানু উক্ত এলাকার আলী ইসলামের স্ত্রী। স্থানীয়দের ধারনা এইটি পরিকল্পিত হত্যাকান্ড।
এদিকে ঘটনাস্থল থেকে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।
মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
মায়নাতদন্ত শেষে বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।তবে পুলিশের পক্ষ থেকে এই হত্যাকান্ডের নেপৎে কে বা কারা জড়িত থাকতে পারে এ বিষয়ে পুলিশি তদন্ত শুরু করেছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |