admin2 ১৪ জুন ২০২২ , ৩:১২:২৪ 263
হৃদয় রায়হান //
ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ভারত সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে
সেই আগুন নেভাতে এখন হিমশিম খাচ্ছে মোদি সরকার ও তার দল, পাশাপাশি চলছে বিভিন্ন দেশে ভারতীয় পন্য বর্জনের ঘোষণা
তারই ধারাবাহিকতায় আজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর ২০১৯ এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়
শত শত জনতার গর্জনে প্রকম্পিত হল বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ সহ আশপাশের এলাকা
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক আ খ ম গোলাম ফারুক মাস্টার এবং সহকারী শিক্ষক আগা ইউসুফ রুমেল’এর নেতৃত্বে এবং এসএসসি ব্যাচ ২০১৯ এর পরিচালনায় এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রায় হাজারো জনতা
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, স্থানীয় কয়েকটি মসজিদের ইমাম, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য নেতৃবর্গ
প্রতিবাদ সভার শুরুতে আলোচনা এবং বাহাদুরপুর বাজার ইসলামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুরপুর স্কুল মাঠ প্রাঙ্গণে এসে র্যালী শেষ হয়ে পুনরায় আলোচনা এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রুমন মাহমুদ
প্রতিবাদ সভায় প্রতিবাদী জনতা নুপুর শর্মার কুশপুত্তলিকা পদদলিত করে এবং উত্তেজিত হয়ে শেষে কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদের ভাষা প্রকাশ করেন