admin2 ২০ জুন ২০২২ , ১০:৫২:১৪ 197
মাসুদ রানা লেবু
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে আজ সন্ধ্যায় লালন শাহ সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরসাহাপুর এলাকার মৃত নজরুল ইসলামের নজুর পুত্র জীবন হোসেন (২৮) ও মোহাম্মদ জিন্নাহ হোসেন (২৬)। তাঁরা সহদর।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমানর নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত নান্নু খাঁন-সহ সঙ্গীয় ফোর্স ভেড়ামারা থানাধীন লালনশাহ সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলে বহন করার সময় ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার, ২ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকের মামলার প্রস্তুতি চলছে।