admin2 ২২ জুন ২০২২ , ৬:০৮:৪১ 205
এম আনোয়ার হোসেন নিশি ॥
কুষ্টিয়ার মিরপুরে টলির নিচে চাপা পড়ে দৌলতপুরের সেনপাড়ার অদ্ধ বয়সি নারীর মৃত্যু হয়েছে
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় টলির নিচে চাপা পড়ে অদ্ধ বয়সি নারী মহিরণ খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদশি সূত্রে জানান (২২-০৬-২০২২) বুধবার সকাল অনুমানিক পনে ১০টার সময় নিহতের মেয়ে ও নাতনিকে নিয়ে মিরপুরে ডাক্টারের কাছে আসছিল।এমন্ত অবস্থায় রাস্তা পার হওয়ার সময় দূত গতির টলির নিচে পড়ে আহত হয়, মুনুর্ষ অবস্থায় তৎক্ষনিক স্থানীয়রা স্বাস্থ্যকমপেক্সে নিয়ে গেলে সকল ডাক্টারের চিকিৎসা প্রদার করতে থাকে।
এমন্ত অবস্থায় ১০ টার সময় মৃত্যুর কুলে ঢুলে পড়ে কর্তব্যরত ডাক্টার মৃত্যু ঘোষনা করেন। নিহত মহিরণ খাতুনের বাড়ি দৌলতপুর উপজেলার সেনপাড়া গ্রামের মৃত্যু আজিমুদ্দিনের স্ত্রী। তিনি ৩ ছেলে-৩ মেয়ের জননী। এ সময় টলির চালক কৌশলে পালিয়ে যায়, তবে টলিটি স্থানীয়রা ধরে স্বাস্থ্যকমপেক্সের সামনে রেখে দিয়েছে। এ সংবাদ পেয়ে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে।