কৃষি

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এ পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন

  admin2 ২৬ জুন ২০২২ , ৩:১৮:৪৮ 242

হৃদয় রায়হান //

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এ পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন
প্রতিকারের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের সন্নিকটে বাহিরচর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের মোসলেমপুর, টিকটিকিপাড়া ও মুন্সীপাড়া গ্রামের ৫ কিঃমিঃ এলাকা প্রমত্তা পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছে।

গত কয়েক দিনের ভাঙ্গনের শতশত একর কৃষি জমি ভাঙ্গনে বিলীন হয়েছে ও বিলীন হওয়ার আশংকা জন্মেছে। ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের হুমকিতে থাকা এলাকাবাসীর উদ্যোগে আজ রোববার বিকেলে আব্দুস সাত্তারের সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় জাসদের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন বক্তব্য দেন৷

তিনি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, অবিলম্বে এখানে জিও ব্যাগ ফেলে নদীর পাড় ভরাট করার উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

বিশেষ অতিথির বক্তব্যে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দূর্দশার কথা সরকারকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নিতে গাফিলতি ও সময় ক্ষেপন মেনে নেওয়া হবেনা। এরুপ হলে, প্রয়োজনে সরকারের দৃষ্টি আকর্ষণের তাগিদ থেকে অস্তিত্ব রক্ষায় সড়ক অবরোধ করা হবে।

ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী ও ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান অবু অবিলম্বে ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দূর্দশা লাঘবে ও ভাঙ্গন প্রতিরোধে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিকেলে টিকটিকি পাড়া বালু ঘাটে উক্ত মানববন্ধনে বিপুল সংখ্যক নর-নারী অংশগ্রহণ করেন।

আরও খবর:

Sponsered content