অন্যান্য

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  admin2 ২ জুলাই ২০২২ , ৪:৩৪:০৪ 227

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১জুলাই) দুপুর একটার দিকে শহরের মিলপাড়া তাজলক্ষী ঘাট শ্বশানের পিছন সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুন বাগচী বাপ্পির ছেলে ও কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরই মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দূর্গা ঠাকুর তাজলক্ষী ঘাট শ্বশানের পিছন সংলগ্ন গড়াই নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। বরাবরের মতই এবারও প্রতিমা বিসর্জনে এলাকার কয়েকজন যুবক অংশ নেয়। এ সময় তাদের মধ্যে থাকা প্রতিবেশী অরিত্র নামে এক যুবক পানিতে ডুবে যাচ্ছিল। এমন সময় অরিত্র’র প্রাণ বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, দীপ্ত বাগচী নামে ওই কলেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) ছাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কলেজ ছাত্র দীপ্ত বাগচীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর:

Sponsered content