অপরাধ

ভেড়ামারায় নিখোঁজের দুইদিন পর রক্সি পেইন্টের ম্যানেজারের বস্তা বন্দি লাশ উদ্ধার

  admin2 ৩ আগস্ট ২০২২ , ২:১৫:০৭ 261

হৃদয় রায়হান
নিখোঁজের দুইদিন পর রক্সি পেইন্টের ম্যানেজারের বস্তা বন্দি লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রক্সি পেইন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের(৩৬) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

লোকমান হোসেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব বরিশাল গ্রামের সাইদুর রহমানের পুত্র বলে জানা যায়। তিনি স্ত্রী জিনাত আরা টুম্পাসহ কুষ্টিয়ার চৌড়হাঁস এলাকায় থাকতেন।

তিনি গত সোমবার (১লা আগষ্ট) আনুমানিক বেলা সাড়ে বারোটার দিক থেকে ভেড়ামারা শহরের দর্পন হাডওয়ার এর নিকট থেকে নিখোঁজ হন। বিকেল থেকে লোকমানের মোবাইল ফোন বন্ধ থাকা এবং তিনি বাড়ি ফিরে না যাওয়ায় স্ত্রী জিনাত আরা টুম্পা মঙ্গলবার ভেড়ামারা থানায় স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরী করেন।

তার একদিন পরই বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, থানায় জিডি পাওয়ার পর থেকেই তাঁকে খুঁজে বের করার জন্য পুলিশ তৎপর ছিল।
কিন্ত আজ লাশ পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যু রহস্য উদঘাটন ও ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোকমান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী টুম্পা খাতুন দাবি করেন।
তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন জানান। ০৩/০৮/২০২২ ইং।

আরও খবর:

Sponsered content