অপরাধ

  admin2 ৮ আগস্ট ২০২২ , ১০:৩৮:২০ 211

ভেড়ামারায় রক্সি পেইন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার লোকমান হত্যার ২ আসামী বাপ বেটা আটক

হৃদয় রায়হান //

কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত রক্সি পেইন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার লোকমান হত্যার ২ আসামী কে আটক করেছে র‍্যাব-১২ উল্লেখ, ভেড়ামারা হাইস্কুল গলির তেল মিলের পাশে ড্রেন ও আবর্জনাযুক্ত স্থানে ৩/৮/২২ইং তারিখ বুধবার সকালে বস্তাবন্দি অবস্থায় লোকমান নামের এক লাশের সন্ধান পাওয়া গিয়েছিল।

তিনি রক্সি পেইন্ট রংয়ের এরিয়া ম্যানেজার হিসাবে কুষ্টিয়া জেলায় চাকুরিরত ছিলেন।
তার সহধর্মিণী জিন্নাত আরা টুম্পা বাদী হয়ে ভেড়ামারা থানায় ৭ জন কে আসামি এবং আরো ৪/৫ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের করেন যার মামলা নং ০৬ তারিখ ৩-৮-২২।

সেই আলোচিত মামলার আসামী দর্পন ও আসামী সোহানুর রহমান সোহান কে আটক করেছে র‍্যাব- ১২ কুষ্টিয়া।

এব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, তদন্ত চলছে! তদন্তের স্বার্থে এখন কিছু বলতে চাইছি না তবে খুব শীঘ্রই এই হত্যাকান্ড নিয়ে গণমাধ্যমের সামনে সবকিছু তুলে ধরা হবে। ০৮/০৮/২০২২ ইং।

আরও খবর:

Sponsered content