অপরাধ

ভেড়ামারায় পদ্মা নদী থেকে মুখ ও পা বাঁধা অঙ্গাত ভসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

  admin2 ১১ আগস্ট ২০২২ , ৯:৫৩:৩১ 179

হদয় রায়হান
ভেড়ামারায় পদ্মা নদী থেকে মুখ ও পা বাঁধা অঙ্গাত ভসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর মনি পার্কের পাশে
পদ্মা নদী থেকে মুখ ও পা বাঁধা অঙ্গাত ব্যক্তির
ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সকাল ১০ টার দিকে স্থানীয়রা পাট জাগ দিতে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি ভাসতে দেখে পুলিশে
খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে
সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।
এবং লাশটি উদ্ধার করেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পাকশী লক্ষীকুন্ডা থেকে
নৌ-পুলিশ। লাশটি তাদের হেফাজতেই নেয়া হচ্ছে। তবে লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি।

এলাকাবাসী ধারনা করছে তার বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। সরেজমিনে দেখা যায় তার মুখে দাড়ী ও গোপ আছে, গায়ে কালো গেঞ্জি ও পরনে হলুদ রংয়ের টাওজার ছিলো, মুখ ও দুই পা টেপ দিয়ে বাধা ছিলো।

পুলিশের তদন্ত চলছে।

আরও খবর:

Sponsered content