সকল সংবাদ

ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে আগুনে ২জনের মৃত্যু হয়েছে

  admin2 ১২ আগস্ট ২০২২ , ৫:১০:৩৯ 350

হৃদয় রায়হান//

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা একটি ফিলিং স্টেশনে আগুন লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের পাশে দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনাস্থল থেকে বলেন, নিহত দুজনের পরিচয় জানা গেছে
১। শাহাজুল(৩৫) পিতা শাহাবুদ্দীন, দিঘলকান্দী রিফাইতপুর,
২। বিজয়(১৬) পিতা তৌহিদুল ইসলাম দিঘলকান্দী রিফাইতপুর দৌলতপুর কুষ্টিয়া ।
আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৭টা ৫০ মিনিটের দিকে দফাদার ফিলিং স্টেশনে একটি ট্যাংক থেকে তেল আনলোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

আহত তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।১২/০৮/২০২২ ইং।

আরও খবর:

Sponsered content