admin2 ১৪ আগস্ট ২০২২ , ৮:২৪:০০ 330
হৃদয় রায়হান
কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধিন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছালো।
আজ রবিবার (১৪ আগস্ট) ঢাকার হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা জান।
নিহত ওই ব্যক্তির নাম রাজিব। সে কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশন কর্মী হিসেবে কর্মরত ছিলো।
নিহত রাজিব দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকার রাজ্জাকের ছেলে।
এর আগে গত শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ওই ফিলিং স্টেশনে জ্বালানী তেলবাহী ট্যাংকার থেকে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই দুজন মারা জান।
নিহতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল ও একই এলাকার তৌহিদুল ইসলামে ছেলে বিজয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন তিনজন। আহতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকার রাজ্জাকের ছেলে রাজিব একই উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন ও জেলার ভেড়ামারা উপজেলার বেলাল আলীর ছেলে বিদ্যুৎ।
এদের মধ্যে গুরুতর আহত রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার দুপুর ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় রাজিব নামে একজনের মৃত্যুর হয়েছে। ১৪/০৮/২০২২ ইং।