অপরাধ

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীসহ গ্রেপ্তার

  admin2 ১৬ আগস্ট ২০২২ , ২:০৮:০৭ 182

হৃদয় রায়হান

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৫ মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ পলাতক আসামীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নির্দেশে মাদক ও ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে ভিন্ন ভিন্ন স্থান থেকে ২৪ ঘন্টায় থানা পুলিশের একাধিক আভিযানিক দল আসামীদেরকে গ্রেপ্তারে সক্ষম হয়।

এছাড়া উক্ত সময়ের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী হলেন

১.মোঃ হানিফ, পিতা মোঃ আনোয়ার, সাং সাতবাড়িয়া,
২.মোঃ আনারুল মোল্লা
পিতা মোঃ রুস্তম মোল্লা, সাং জগশ্বর, ৩. মোঃ জিবন আলী
পিতা ইয়ারুল, সাং ধরমপুর,
৪. মোঃ মাহাবুল
পিতা জালাল, সাং উত্তর ভবানীপুর, ৫. মোঃ আলিফ
পিতা মিজানুর @ বাবু মিস্ত্রী, সাং পুর্ব নওদাপাড়া
৬. মোঃ শাহানুর আলী, পিতা মৃত আঃ কাশেম
সাং ঠাকুর দৌলতপুর,
৭. মোঃ মেহেদী হাসান ইমরান
পিতা মৃত আমিরুল, সাং কৈগাড়ী, সর্ব থানা- ভেড়ামারা জেলা- কুষ্টিয়াগণকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে প্রিজনার্স ভ্যানযোগে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবিদের কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মাদকাসক্তরা হলেন,
১ বিপ্লব হোসেন (২৭) পিতা- আজম হোসেন, কুচিয়ামোড়া, ভেড়ামারা,
২ কালু শেখ (৩০) পিতা- রাজা শেখ সাং – মসলেমপুর, ভেড়ামারা,
৩ খোকন আলী( ২১) পিতা – শহিদুল ইসলাম,
৪. কানু(৪৮) পিতা – মৃত রিয়াজ উদ্দিন,
৫. রবিন (২২) পিতা- জহির উদ্দিন সর্ব সাং বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।
তিনি জানান অভিযান চলমান থাকবে।

আরও খবর:

Sponsered content