অপরাধ

ভেড়ামারায় মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির কারাদন্ড

  admin2 ১৮ আগস্ট ২০২২ , ৮:১৯:০৯ 305

হৃদয় রায়হান

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক সেবনের সময় হাতে নাতে ধরা পড়া তিন মাদকসেবির প্রত্যেককে ১ বছর ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীনেশ সরকার উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজা প্রাপ্ত আসামীরা হলেন,
১মোঃ আসাব আলী(২২), পিতাঃ মৃত-সাত্তার আলী,
২ মোঃ রিপন হোসেন(২৩), পিতাঃ মোঃ আসাদুল মালিথা,উভয় সাং- ক্ষেমিরদিয়ার
৩ মোঃ সেলিম(৪৫) ,পিতাঃ ওয়াজ আলী দফাদার সাং- ফকিরাবাদ সর্ব থানাঃ ভেড়ামারা,জেলাঃ কুষ্টিয়া। সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় আজ বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্ত আসামিদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ১৮/০৮/২০২২ ইং।

আরও খবর:

Sponsered content