অন্যান্য

যশোরের সাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আপন দুই ভাইবোনের মৃত্যু

  admin2 ১৯ আগস্ট ২০২২ , ১০:২৯:১৬ 231

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের কবির হোসেনের ছেলে
আবু হোসাইন আকাশ (১৩) ও জান্নাতুল নাইম সামিরা (০৫)।
কবির হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন।

স্থানীয়রা রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন জানান, বাড়ির ছাদে দুই ভাইবোন খেলা করছিল।এ সময় ছাদের উপরে বৈদ্যুতিক তারে তারা দুজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

কিছু সময় পর তাদের মা ছাদে গিয়ে ছেলেমেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন।এ সময় পাশের লোকজন ছুটে এসে
দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর কথা উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন।

জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিদ্যুৎ স্পৃষ্টে ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ যশোর সদর হাসপাতালে রয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯/০৮/২০২২ ইং।

আরও খবর:

Sponsered content