admin2 ২৬ আগস্ট ২০২২ , ২:৪৬:২৪ 452
মেহেরুল ইসলাম মোহন নাটোর
নাটোরের বড়াইগ্রামে স্বামী- স্ত্রী এক সাথে(গ্যাস ট্যাবলেট খেয়ে)বিষপানের ঘটনা ঘটেছে।ঘটনার পরে দু’জনকেই হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী বিথী (২৬)’র মৃত্যু হয়।তবে স্বামী ফারুক (৩৪)ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
শুক্রবার(২৬শে আগষ্ট-২০২২) সকাল ৯টার দিকে বাড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হালদার পাড়ায় ভাড়া বাসায় তারা(স্বামী-স্ত্রী) দুজনেই একসাথে গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী ফারুকের বাবার বাড়ি কালিকাপুর যায়।
সেখানে তারা মাটিতে ঢলে পড়লে ফারুকের পরিবারের লোকজন বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে তাদের দুজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।এ এমতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে স্ত্রী বিথীর মৃত্যু হয়।
অপর দিকে আশঙ্কাজনক অবস্থায় স্বামী ফারুক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, ফারুকের দুটি সংসার ছিল।
সে তার ছোট স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতো।সেখানে তারা এক সাথে গ্যাস ট্যাবলেট খেলে স্ত্রী বিথীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পারিবারিক বিষাদের কারনে তারা দুজনেই আত্নহত্যার পথ বেচে নিতে তারা এমন ঘটনা ঘটাতে পারে।থানা
পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে পরবর্তীতে সব কিছু জানাবে বলেও জানান তিনি। ২৬/০৮/২০২২ ইং।