অপরাধ

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় সুমন নামে এক যুবক আটক

  admin2 ২৬ আগস্ট ২০২২ , ৩:০১:৩১ 205

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে রেল পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশারাফুল ইসলাম নামের এক যাত্রী আহত হয়েছেন।

সুমন আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে পোড়াদহ জিআরপি থানায় মামলা হয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে এসে থামে।

পরে ট্রেনটি স্টেশন ছেড়ে বের হওয়ার মুহূর্তে ডান পাশ থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করে এক যুবক। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে এক যাত্রী আহত হন।

পরে মিলপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ট্রেনে থাকা পুলিশ স্থানীয়দের সহায়তা নিয়ে পাথর নিক্ষেপকারী ওই যুবককে আটক করে।

তিনি আরও জানান, তার নামে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২৬/০৮/২০২২ ইং।

আরও খবর:

Sponsered content