admin2 ২৮ আগস্ট ২০২২ , ১:২৭:০৩ 173
মিজানুর রহমান নয়ন কুমারখালী প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের পুরুষশূন্য চরপাড়া থেকে ঢাল, হাঁসুয়া, বল্লমসহ ৩৫ টি দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করা হয়। এসময় ওই এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. ফাহিম হোসেন (২৫) কুমারখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাটিকামারা এলাকার মো. মনির হোসেনের ছেলে। অপরজন নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চুড়াইকোল এলাকার নজরুল ইসলামের ছেলে গালিব আশরাফ ওরফে সেতু (৩০)।
গতকাল শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, পুরুষশূন্য চরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩৫ টি দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।’
তিনি আরো বলেন, জব্দকৃত অস্ত্র পূর্বের মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে। আটককৃতদের অজ্ঞাতনামা আসামী হিসেবে সনাক্তপূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত জেরে ২০২০ সাল থেকে চরপাড়ায় আধিপত্য বিস্তার শুরু হয়। একপক্ষের নেতৃত্ব দেন দুলাল মিস্ত্রি। আরেক পক্ষের নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য আনসার আলী।
২০২০ সালের ৬ মে জমি সংক্রমান্ত জেরে দুলাল মিস্ত্রির সমর্থক হুমায়ন মণ্ডল (৪৪) কে কুপিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষরা । নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নামের একটি মামলা দায়ের করেছিল।
মামলা নম্বর ৯ এরপর গত সোমবার (১ আগষ্ট) হুমায়ন হত্যা মামলার ৪ নং আসামী সেলিমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায়ও নিহত ভাই শাহীন আলী থানায় ২৯ জনকে আসামী করে মামলা করে। মামলা নম্বর ২
আরো জানা গেছে, হত্যা কাণ্ডকে কেন্দ্র করে উভয়পক্ষ হামলা ও মামলার শিকার হয়েছেন। প্রায় প্রতিটি ঘরবাড়িতেই ভাংচুরের চিহৃ রয়েছে। বর্তমানে গ্রামটিতে কোনো পুরুষ নেই। পুরুষশূন্য গ্রামেটিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩৫ টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত ) আকিবুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারে চরপাড়ায় দুপক্ষের দুজন হত্যার শিকার হয়েছেন। উভয়পক্ষের ঘরবাড়িতেই হামলা ও ভাংচুরের চিহৃ রয়েছে। বর্তমানে কিছু মহিলা বসবাস করলেও গ্রামটি পুরুষশূন্য।’