admin2 ৫ সেপ্টেম্বর ২০২২ , ১২:০৬:১৬ 226
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র মামলায় জুয়েল হোসেন (৩২) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মো. তাজুল ইসলাম জনাকীর্ন আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় প্রদান শেষে সাজাপ্রাপ্ত আসামীকে কঠোর পাহাড়ায় জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সাজাপ্রাপ্ত হলেন-দৌলতপুর উজেলার ইনছাফনগর ডাকঘরের অর্ন্তগত চরপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন কশাইয়ের ছেলে জুয়েল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারীর রাতে ৪৭ বিজিবি’র একটি দল টহল ডিউটি করা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ও গুলি বেচা কেনা হচ্ছে।
ঘটনাস্থলে দ্রুতভাবে বিজিবির সদস্যরা পৌছান এবং একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিনসহ জুয়েল হোসেনকে আটক করে। পরে এ বিষয়ে ৪৭ বিজিবির নায়ক মোঃ রুহুল আমিন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৮ শে জানুয়ারী তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শাহ আলী মিয়া আসামীর বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশীট দাখিল করেন আদালতে। মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত সোমবারে রায়ের দিন ধার্য করেন। ০৫/০৯/২০২২ ইং।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |