admin2 ৭ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৫:৫৭ 109
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে মা না হয়েও প্রতিবেশীর সন্তানকে ধার করে নিজের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগকরা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকা আলেয়া ছালমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের এ কথা বলা হয়।
অফিস আদেশে বলা হয়, প্রতিবেশীর সন্তানকে নিজের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আলেয়া সালমাকে সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে গণমাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ছুটিতে থাকা ওই শিক্ষিকার সংবাদ প্রকাশ হলে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
আলেয়া ছালমার অভিনব কায়দায় ছুটি গ্রহণের বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |