রাজনীতি

কুষ্টিয়ায় আ.লীগের সাত’জন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী

  admin2 ৭ সেপ্টেম্বর ২০২২ , ৩:৩২:১৮ 237

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আ.লীগের সাত’জন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী জেলা পরিষদের নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে কুষ্টিয়ার রাজনৈতিক মহলে।

এরই মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। যা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য কুষ্টিয়া জেলার সাত নেতা তদবির তৎপরতা চালাচ্ছেন। তদবির চালাতেই তাঁরা এখন ঢাকায় অবস্থান করছেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য এবার জেলার সাত’জন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এরমধ্যে সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আমিনুর ইসলাম রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলকসহ সাত’জন নেতা রয়েছেন।

তাঁরা সকলেই দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে মাঠে নেমেছেন। প্রত্যেকেই নিজেদের রাজনৈতিক অর্জনের ভিত্তিতে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ভোটার সংখ্যা ৯ শত ৪২ জন। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

তবে কার ভাগ্যে জুটতে পারে দলীয় মনোনয়ন এমন আলোচনা দলীয় নেতাকর্মীদের মাঝে।

আরও খবর:

Sponsered content