সাস্থ

কুষ্টিয়ার মিরপুরে স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

  admin2 ১০ সেপ্টেম্বর ২০২২ , ১১:২৯:৫৩ 343

মাসুদ রানা লেবু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু ও খাদিমপুর বাজার কমিটি উদ্যোগে খাদিমপুর চাইল্ড কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে শনিবার (১০ই সেপ্টেম্বর) দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচানা সভায় প্রধান অতিথি ছিলেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল,
খাদিমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ও স্কুলের সভাপতি জাহেদুল হক।

দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, ফাউন্ডেশনের সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ নুর ইসলাম এবং শিশু রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ মোঃ শহিদুল ইসলাম।

ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজেদুর রহমান সাজু জানান, এলাকার সকলস্তরের জনগণের স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে দিনব্যাপী প্রায় ৫ শতাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। ভেড়ামারা দি ডক্টর ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায়
চিকিৎসা ছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়।তিনি আরো বলেন, ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার হতদরিদ্র, সুবিধা বঞ্চিত অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন, আগামীতেও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প চলমান থাকবে।

আরও খবর:

Sponsered content