অপরাধ

প্রেমিকার সাথে অভিমান করে বিষ পান করে যুবকের আত্নহত্যার চেষ্টা

  admin2 ১২ সেপ্টেম্বর ২০২২ , ৭:৩০:০১ 221

রুপম চাকমা সাজেক রাঙামাটি

সোমবার ১২সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট শুকনোছড়া গ্রামের কমল প্রচাদ চাকমার ছেলে রাজু চাকমা( ১৫) প্রেমিকার সাথে অভিমান করে বিষ পান করে আত্নহত্যা করার চেষ্টা করেন।

ঘটনাটি গত ৭সেপ্টেম্বর নিজ বাড়িতে ঘটে। খবর নিয়ে জানা যায় খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার কবাখালি এলাকা থেকে এক দশম শ্রেণী ছাত্রীর সাথে দীর্ঘ ২ বছর যাবত প্রেমের সম্পর্ক আবদ্ধ হয়।

বিয়ের জন্য রাজু চাকমার পরিবার বেশ কয়েকবার মেয়েটির অভিবাবকে বিয়ের প্রস্তাব পাথানো হয়ে।

মেয়েটির বাবা তার মেয়ে এখনো বিয়ের উপযুক্ত হয়নি বলে জানিয়ে দেন। মেয়েটির বাবা বলেন সামনে আমার মেয়ে S S C পরিক্ষার্থী তা সারা মেয়েটি এখনো নাবালক বলে জানিয়ে দে।

এদিকে বিয়ের প্রস্তা রাজি না হওয়া কথা শুনে রাজু চাকমা মোবাইলে ফোন করে মেয়েটিকে পালানোর প্রস্তা দিলে মেয়েটি তার কথায় রাজি হয়নি বলে মেয়েটির সাথে অভিমান করে বিষ পান করে আত্নহত্যা করে মরে যাওয়ার পথ বেচেঁ নেন রাজু চাকমা।

রাজু চাকমাকে আপাতত নিজ বাড়িতে প্রাইভেট চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর:

Sponsered content