গনমাধ্যম

সাজেকে যুব সংঘ উদ্দোগে ত্রুাণ সামগ্রী বিতরণ-রুপম চাকমা সাজেক

  admin2 ১৪ সেপ্টেম্বর ২০২২ , ১০:১৪:০৮ 243

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাবের উদ্দ্যোগে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার কবাখালী দারুল কোরআন হালিমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি আজ ১৪ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০টায় এই কার্যত্রুম শুরু হয়ে।

ত্রুাণ সামগ্রী বিতরণি অনুষ্টানে উপস্তিত থাকেন বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাবের সাবেক সভাপতি মোঃআনোয়ার হোসেনও মোঃ ইসমাইল হোসেন ও বর্তমান যুব সংঘের সভাপতি মোঃ জুয়েল ও অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দিন পিন্টু।

খাদ্যর বিতরণের মধ্য ছিলো ৬০০ কেজি ছাউল, ৬৫ কেজি আলু, ২০ কেজি মুসর ডাল, ২০ কেজি লবণ, তেল, ১২০ পিছ ডিম রসুন পিয়াছ, বয়লার মুরগী, বিস্কুট, ও মিষ্টি, সহ নগদ ৩৮০০০/ হাজার টাকা অত্র ক্লাবের উপদেষ্টা সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাদ্রাসার মোতামিম সাহেব কে বুঝিয়ে দেওয়া হয়।

আরও খবর:

Sponsered content