অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যক্তিকে হত্যা দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড

  admin2 ২০ সেপ্টেম্বর ২০২২ , ১:২৪:৪৬ 230

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্তের জের ধরে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেন। আজ দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মন্ডলের ছেলে গোলাম মোস্তফা, জানবার, আব্দুল মান্নান মন্ডল, হান্নান ও আলাউদ্দিন।
তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওয়াজেদ আলীর ওপর আক্রমণ করেন। তারা ওয়াজেদ আলীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের জানুয়ারীর ১ তারিখে তদন্তকারী কর্মকর্তা এস.আই ফয়সাল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের আজ শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আরও খবর:

Sponsered content