অপরাধ

কুষ্টিয়ায় অটো রিক্সা চালককে হত্যার দায়ে ০১জনের মৃত্যুদন্ড ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

  admin2 ৪ অক্টোবর ২০২২ , ১:৪০:৩৬ 150

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অটো রিক্সা চালক সুজন সিকদারকে হত্যার দায়ে আজ মঙ্গলবার (০৪ অক্টোবর, ২০২২ইং) দুপুরের দিকে রাকিবুল ইসলাম ওরফে আসাদ নামের একজনকে মৃত্যুদন্ড এবং রাজু মোল্লা ও শরিফুল ইসলাম ওরফে শরিফ নামের দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডা ও একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলামের আদালত।

আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয় ও আসামীদেরকে কঠোর পাহারায় জেলা কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয় । রায় ঘোষনার সময়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাকিবুল ইসলাম ওরফে আসাদ আদালতে উপস্থিত ছিলেন না। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির নির্দেশ দেন পুলিশকে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পি পি অনুপ কুমার নন্দী।

মৃত্যুদন্ডপ্রাপ্ত হলেন-
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়া এলাকার খন্দকার ইউনুছ আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে আসাদ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-
ঝিনাইদহ সদর উপজেলার বড়খড়িখালী গ্রামের আঃ গণি মোল্লার ছেলে রাজু মোল্লা এবং মুক্তাঙ্গন আবাসন প্রকল্প-১ এর কয়ারগাছি এলাকার আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

আদালতের মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মার্চের ২৮ তারিখে দুপুরের দিকে সুজন সিকদার অটো রিক্সা ভাড়ার জন্য বাড়ী থেকে বের হয়।

পরবর্তীতে সুজন ঐদিন রাতে বাড়ী ফেরে নাই। পরিবারের স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করার সময়ে ভেড়ামারা থানার পুলিশের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন সাতবাড়ীয়া গ্রামের হাশেম আলীর লিচু বাগানে একটি রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। পরে পরিবারের স্বজনরা লাশ সনাক্ত করে।

এ বিষয়ে নিহতের ভাই আলমগীর সিকদার ভেড়ামারা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ভেড়ামারা থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ মামলার তদন্ত শেষে অভিযুক্তদের নামে ২০১৭ সালের জানুয়ারীর ১০ তারিখে আদালতে চার্জশীট দাখিল করেন।

এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

এ বিষয়ে আদালতের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, সুজন শিকদার এর ভাড়াকৃত ইজিবাইকটি চুরির পরিকল্পনা করে যাত্রীবেশে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আসামীরা। আজ আদালত আসামীদের বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় একজনকে মৃত্যুদন্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।

আরও খবর:

Sponsered content