অপরাধ

ভেড়ামারায় চাঁদাবাজি করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

  admin2 ১৪ অক্টোবর ২০২২ , ১১:২৭:৩৫ 164

মাসুদ রানা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুই যুবককে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মঞ্জুর আলম সোহান (২৭) ও কোদালিয়া পাড়া গ্রামের শাহজাহান মন্ডলের পুত্র সোহান মন্ডল(২৮)।

ভেড়ামারা থানার ওসি গোলাম মোস্তফা জানান, অভিযুক্ত দুইজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাতবাড়িয়া গ্রামের মাঠ পাড়ার জনৈক পিয়ার আলীর পুত্র মোমিনের কাছে ২০ হাজার টাকা দাবি করে অন্যথায় মাদক ব্যবসায়ী হিসেবে আটক করবে বলে হুমকি দেন।

এই সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নির্দেশে এএসআই শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী ২ যুবককে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে সেকেন্ড অফিসার রানা প্রতাপ সিংহ জানান। তিনি আরো জানান মঞ্জুর আলম সোহানের নামে আগে আরো নয়টি মামলা হয়েছে।

আরও খবর:

Sponsered content