admin2 ১৭ অক্টোবর ২০২২ , ১২:৫০:৩০ 157
হৃদয় রায়হান //
কুষ্টিয়ার মিরপুর ৩নং ওয়ার্ডে সাংবাদিক নেতা মহাম্মদ আলী বিজয়ী
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে মিরপুর ৩নং ওয়ার্ডে সাংবাদিক নেতা আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার পুনরায় বিজয়ী হয়েছেন।
সোমবার উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে ৩নং ওয়ার্ডের ভোট গ্রহণ স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১শ’ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার তালা প্রতীকে ১শ’ ১৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন লোটাস উটপাখি প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট।
অপর প্রাথীদ্বয় জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল টিউবওয়েল প্রতীকে ১৯ ভোট এবং উপজেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্যক বিষয়ক সম্পাদক মালিহাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন পেয়েছেন মাত্র ৬ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন। বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মমর্তা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।