গনমাধ্যম

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার কমিটি গঠণ

  admin2 ২২ অক্টোবর ২০২২ , ১১:৫১:২৮ 147

মাসুদ রানা

ভেড়ামারা,কুষ্টিয়া,শনিবার ২২ অক্টোবর,২০২২ : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার কমিটি গঠণ হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজু ও সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আনোয়ার পারভেজ শান্ত কে সভাপতি (দৈনিক সত্যখবর), মাসুদ রানা লেবু সহ-সভাপতি (দৈনিক সাগরখালী) ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক (দৈনিক খবরপত্র) করা হয়।

এছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় রায়হান (দৈনিক সোনালী খবর),

সাংগঠনিক সম্পাদক শেফাদুল ইসলাম চান্নু (দৈনিক সময়ের দিগন্ত), কোষাধ্যক্ষ জাহিদ হাসান (দৈনিক ইন্টারন্যাশনাল), শিক্ষা ও বিনোদন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম (মিডিয়াজোনবিডি.কম), তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আতিক হাসান (এএফসি নিউজ), প্রচার সম্পাদক জনি আহম্মেদ (দৈনিক লালন কণ্ঠ), ক্রিড়া সম্পাদক বিধান কুন্ডু (দেশ সংবাদ), মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ কামরুন নাহার কান্তা (দি নেক্সট নিউজ এবং সুজয় হাসান সম্প্রীতি (দৈনিক সাগরখালী), মোঃ ফিরোজ শেখ (দৈনিক তথ্যচিত্র), সাগর হোসেন (দৈনিক প্রতিজ্ঞা) ও মিলন আলী (বিশ্ব মানচিত্র) কে নির্বাহি সদস্য করা হয়।

নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবির পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর:

Sponsered content