admin2 ২৬ অক্টোবর ২০২২ , ১:৫৫:২৮ 123
মেহেরপুর প্রতিনিধি
মোবাইল চুরি করে বিক্রি করার সময় মিঠুন হোসেন ওরফে ভেটা (২২) কে আটক করে গণধোলাই শেষে চেয়ারম্যানের হেফাজতে দিয়েছেন স্থানীয় জনতা।
মিঠুন মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখপাড়া এলাকার মৃত কিতাই হোসেনের ছেলে।
আজ বুধবার (২৬ অক্টাবর) দুপুরের দিকে সে মদনাডাঙ্গা গ্রামের খালপাড়া এলাকার দুলাল হোসেনের বাড়ি থেকে দুটি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন চুরি করে আমঝুপি বাজারে বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলেন মোবাইল মালিক।
স্থানীয়দের বিষয়টি জানালে, তাকে গণধোলাই দিয়ে স্থানীয় আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নুর হেফাজতে তুলে দেন।
স্থানীয়রা জানান, এর আগেও মিঠুন ওরফে ভেটা এলাকায় মোবাইল ফোন, বাইসাইকেলসহ অন্যান্য মালপত্র চুরি করে ধরা পড়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আমঝুপি ইউনিয়ন পরিষদের রুমেই আটক রাখা হয়েছিল। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু বিষয়টি দেখবেন বললে পুলিশ চলে আসেন।