admin2 ২৬ অক্টোবর ২০২২ , ৩:১৯:৩৫ 138
মোল্লা জাহাঙ্গীর আলম,খুলনা জেলা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম বুধবার ২৬ অক্টোবর দুপুরে খুলনার রূপসা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর এলাকায় নিমাই কুন্ডু ও টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের জোহরা বেগম, আইচগাতি ইউনিয়নের শিরগাতি ও দেয়াড়া এলাকায় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,
সালাম মূর্শেদী সেবা সঙ্গের টিম লিডার শামসুল আলম বাবু, রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন,প্রধান শিক্ষক আজিজা সুলতানা, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা,
মমতাহেনা জোসনা, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, বিনোদিনী পাল,আইরিন পারভিন, মনি মালাকার, জাকির মোড়ল, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, রতন মন্ডল, মুছা লস্কর,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিমুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, রায়হান ফকির,
এছাড়া বিকাল ৪ টায় এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম বর্তমান সরকারের মুজিব বর্ষে উপহারের ঘর শিয়ালী বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।
অপরদিকে বিকাল ৫ টায় ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এসডিজি টেকনিক্যাল কলেজের শিক্ষকদের সাথে ও শিয়ালী গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন।