রাজনীতি

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  admin2 ২৬ অক্টোবর ২০২২ , ৩:৩৪:৫৮ 156

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়তনে গতকাল বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের একাংশ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক,
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বিকাশ রঞ্জন তালুকদার, মো. এনামু হক, আওয়ামী লীগ নেতা সেলিম আহম্মেদ,শাহ আলী আকবর প্রমুখ।

আরও খবর:

Sponsered content