অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে ফেন্সিডিল সহ আটক ১

  admin2 ১১ নভেম্বর ২০২২ , ২:১২:০০ 133

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৩৫ বতল ফেন্সিডিল ও একটি টিভি এস মোটরসাইকেল সহ শামিম নামে এক ব্যক্তিকে আটক করেছে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতখালী হয়ে দৌলতপুরের দিকে মোটরসাইকেল যোগে মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য আসছে।

এমন সংবাদের ভিত্তিতে গপিনাথপুর নামক স্থানে শুক্রবার সকাল অনুমানিক ১০ টার পরে এস আই মাসুম বিল্লাহ সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করিলে একটি টিভি এস মেট্রো প্লাস লাল কালো কালার মোটরসাইকেল সহ একজন কে আটক করতে সক্ষম হয়।

এ এসময় মোটরসাইকেল থাকা এক ব্যক্তি পালিয়ে যায়।
আটকৃত ব্যক্তির ব্যক্তির দেওয়া তথ্য মতে মোটরসাইকেলর ট্রাংকের ভিতরে সেটিং থাকা ৩৫ বতল ফেন্সিডিল উদ্ধার হয়। এ সময় সে জানায় সে গবড়গাড়া গ্রামের মেহেরুলের ছেলে শামিম ও তার সাথে থাকা পলাতক ব্যক্তি একই এলাকার মৃত হারান এর ছেলে সুরুজ।

এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, সুরুজ একজন বড় মাপের মাদক ব্যবসায়ী সে দীর্ঘ দিন যাবত বড় মাপের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার সাথে স্থানীয় প্রভাবশালীরা মাদক ব্যবসায় পাটনার থাকলেও তারা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে।

আরও খবর:

Sponsered content