admin2 ১৩ নভেম্বর ২০২২ , ১:১৩:০৪ 202
সাজেকে লাখ টাকা দিয়েও পাচ্ছে না বিদ্যুৎ ভোগান্তিতে দুই গ্রামের ৫০০ পরিবার
রুপম চাকমা সাজেক প্রতিনিধি
রাঙ্গামাটি’র বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৪নং ওযার্ডের বামে বাইবাছড়াও ডানে বাইবাছড়া গ্রামের দুই গ্রামে ৫০০ পরিবার লাক টাকা দিয়েও পাচ্ছেনা বিদ্যুৎতের সংযোগ।
বামে বাইবাছড়া গ্রামের বিশ্ব মুনি চাকমা কার্বারী বলেন বিদ্যুৎতের সংযোগ স্হাপনের জন্য প্রতি পরিবার হতে ১৫ থেকে ২০ হাজার টাকা হারে উক্তোলন করে প্রায় ৭ লক্ষ টাকা খরচ বহন করে লাইনটি স্হাপন করেছে। কিন্তুু বিদ্যুৎ অফিস থেকে লাইনটি চালু করার কোন পদক্ষেপ নিচ্ছেনা।
পাশ্বর্বতি গ্রামে ডানে বাইবাছড়াতেও একই অবস্তা। স্হানীয় ডানে বাইবাছড়া কার্বারী বিনয় চাকমা ক্ষোপ প্রকাশ বলেন আমরা বিদ্যুৎতের লাইনটি স্হাপনের জন্য এই পর্যন্ত ৮ লক্ষ টাকার উপরে দিয়েছি কিন্তুু এখনো গ্রামে বিদ্যুতের লাইনটি চালু না করায় পুরো গ্রামবাসিদের ভোগান্তিতে পরতে হয়েছে।
এই বিষয়ে দিঘীনালা বিদ্যুৎ অফিসে যোগায়োগ করা হলে কখনো অফিস বন্ধ আর কখনো মোবাইলের সুইচ বন্ধ করে রাখার অভিয়োগ পাওয়া গেছে।
স্হানীয় বাঘাইহাট ৪নং ওযার্ডের মেম্বার দয়াধন চাকমা (কালাকচু) কে বিদ্যুৎতে বিষয়ে কয়েকবার জানালেও এখনো কোন সমাধা হয়নি বলে স্হানীয়রা জানান।