অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক

  admin2 ১৯ নভেম্বর ২০২২ , ১১:১৬:২৭ 66

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শীর্ষ দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রাম থেকে জিয়াউর রহমান টুয়েল (৪৮) এবং সেন্টু (৩৮) নামে ওই দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এরা বিলগাথুয়া গ্রামের মৃত আছের উদ্দিন ও মৃত আরজেদ আলীর ছেলে। এদের জ্বালায় প্রায় সময়ই অতিষ্ঠ হয়ে থাকে বিলগাতুয়া গ্রামে বসবাসকারী শান্তিপ্রিয় জনগণ।

এলাকাবাসী জানান, সেন্টু ও টুয়েলের মাদক সাম্রাজ্যে অসহায় এলাকাবাসী সবাই, তাদের নিয়ন্ত্রণে চলে বিলগাতুয়া গ্রামের মাদক ও অস্ত্র কেনাবেচা এবং তারা এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ পর্যন্ত খুলতে পারে না।

এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, বিলগাতুয়া গ্রামের টুয়েল মাদক ব্যবসা সহ সকল প্রকার অপকর্মের সাথে জড়িত থাকে সব সময় তাকে কোন অবস্থাতেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না পাশাপাশি আরেকটি নাম একই এলাকার আরজেদ আলীর ছেলে সেন্টু বেশ কয়েকবার অস্ত্র ও মাদকসহ বিজিবি ও র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে, তারপরেও তারা সঠিক পথে ফিরে আসছে না।

সর্বশেষ বিলগাতুয়া গ্রামে কিছুদিন আগে তোয়াজ আলীর ছেলে আকিদুলের গরুর ফার্মে অনধিকার প্রবেশ করে আকিদুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ৭ টি গরু চুরি করে নিয়ে যাওয়া হয়। সেই মামলাতেই এজাহার ভুক্ত আসামি তারা দুইজন। যার কারণে দৌলতপুর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র ব্যবসার গোপন বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্‌র নেতৃত্বে এসআই সেলিম রেজা বিলগাথুয়া গ্রামের হাউস মণ্ডলের বাড়ির পিছনে অভিযান চালিয়ে সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী টুয়েল ও সেন্টুকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও গরু চুরির মামলাসহ একাধিক মামলা রয়েছে দৌলতপুর থানায়।

শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, গরু চুরির এজাহার নামীয় দুই আসামি টুয়েল ও সেন্টু গ্রেপ্তার হয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

আরও খবর:

Sponsered content