সকল সংবাদ

মানিকছড়ির ওসমান পল্লীতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  admin2 ২৫ নভেম্বর ২০২২ , ৪:১৫:৪০ 113

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি সদর ইউনিয়নের ওসমান পল্লীস্থ ওসমান পল্লী জামে মসজিদ পরিচালনা কমিটি, ওসমান পল্লী যুব কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল-২০২২ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর-২০২২ খ্রি. তারিখে বৃহস্পতিবার পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওসমান পল্লীতে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল-২০২২ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ৭তম বার্ষিক ঈসালে ছাওয়াব মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ও আখেরী মুনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবদুল মুনয়িম খান, আরবি প্রভাষক, ছারছিনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দ্বানিয়া মাদ্রাসা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হাফেজ ক্বারী মুফতি মুহাম্মদ শাহ জালাল আাশিকী, খতীব, মসজিদে মদিনা, কালাদী, কাঞ্চন পৌরসভা, নারায়ণগঞ্জ। এতে আরও ওয়াজ করেন, হাতীমুড়া বাজার শাহী জামে মসজিদের খতিব, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈমুল ইসলাম নেছারী, পেশ ঈমাম, ওসমান পল্লী জামে মসজিদ, ওসমান পল্লী, মানিকছড়ি, খাগড়াছড়ি। অত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ওসমান পল্লী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মো. এমদাদুল হক।

এম. জুলফিকার আলী ভূট্টো’র সঞ্চালনায় ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. শফিকুর রহমান ফারুকের সভাপতিত্বে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু, মাওলানা মুহাম্মদ আমান উল্লাহ ও মো. ওমর ফারুক প্রমুখ।

আরও খবর:

Sponsered content