অপরাধ

রূপসায় স্ত্রী সন্তানের কথা গোপন রেখে সাংবাদিক কে বিয়ে থানায় অভিযোগ দায়ের

  admin2 ২৬ নভেম্বর ২০২২ , ৪:৩২:৩৯ 167

মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনা জেলা’রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের সিংহের চর এলাকার মফিজ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার,দৈনিক সংযোগ প্রতিদিনের রূপসা প্রতিনিধি নুর নাহারের সাথে প্রেমের সম্পর্ক করে,পুর্বের স্ত্রী সন্তানের কথা গোপন রেখে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পরে নুর নাহার জানতে পারে রুবেলের স্ত্রী ও সন্তান রয়েছে। এই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে রুবেল নুর নাহারকে শারিরিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

নুর নাহার রূপসা উপজেলা প্রেস ক্লাবের সদস্য হওয়ায় সে ক্লাবে বিষয়টি উপস্থাপন করে।

গত ২৩শে নভেম্বর২০২২’ক্লাবে বিষয়টি নিয়ে বসলে তার স্বামী উপস্থিত না হওয়ায় বিষয়টি অমিমাংশিত থেকে যায়।

পরে ২৪শে নভেম্বর রূপসা থানায় তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নুর নাহার।

আরও খবর:

Sponsered content