admin2 ২৬ নভেম্বর ২০২২ , ৩:০০:৫৭ 205
প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
আজ শনিবার বিকেলে স্থানীয় কে এস এস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চৌড়হাস স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করেন খাজানগর স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলায় গোল শূন্য ভাবে অমীমাংসিত হয়।
পরে টাইব্রেকারে চৌড়হাস স্পোটিং ক্লাব ৫-৪ গোলে খাজানগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে কবরবাড়ীয়া কে এস এস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার,
উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।